ঝালকাঠি ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দ ও অশ্লীল নৃত্য বন্ধের দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
ঝালকাঠি ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দ ও অশ্লীল নৃত্য বন্ধের দাবি

ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলী ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে বাজানো বাদ্যযন্ত্র এবং অশ্লীল নৃত্য বন্ধ করার জন্য স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কঠোর দাবি জানিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেওয়ায় পিরোজপুর জেলার স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা প্রশাসন ইতোমধ্যে এক নিষেধাজ্ঞা জারি করেছে। ঝালকাঠিতেও একই ধরনের কঠোর নির্দেশনার দাবি জোরালো হয়েছে।
স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ৬ দফা নির্দেশনায় পেয়ারা বাগানের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (ঝালকাঠি) শাখার সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার ও পরিবেশ সচেতন নাগরিকরা জানান, ঝালকাঠি ও স্বরূপকাঠির সীমান্তবর্তী প্রায় ৫৫টি গ্রামে বিস্তৃত এই পেয়ারা রাজ্য একটি পরিবেশ-সংবেদনশীল এলাকা। তাই পর্যটকদের জন্য নিরাপদ ও সচেতন ভ্রমণ নিশ্চিত করতে কঠোর নীতিমালা মেনে চলা আবশ্যক।
তারা বলেন, উচ্চ শব্দে বাদ্যযন্ত্র বাজানো এবং বড় আকারের ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার বন্ধ করতে হবে। নদী ও বাগান এলাকায় কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না। পর্যটকদের শালীনতা বজায় রাখতে হবে।
পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা জারি করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
প্রতি বর্ষা মৌসুমে দেশের ও বিদেশের হাজারো পর্যটক এই ভাসমান পেয়ারা বাজার এবং এর প্রাকৃতিক সৌন্দর্য ও ফলের সমারোহ উপভোগ করতে এখানে আগমন করেন।