বান্দরবানের লামায় লোডশেডিং, ভূতুড়ে বিদ্যুৎ বিল ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ লোডশেডিং, অনুমাননির্ভর ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ বিভাগের নানা অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন।
তারা বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা, অনুমাননির্ভর বিল পাঠানো, ঘন ঘন লোডশেডিং এবং গ্রাহক হয়রানির বিরুদ্ধে স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বলা হয়, লামায় প্রতিদিন গড়ে ১৪-১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তবে মিটার রিডিং না নিয়ে অনুমাননির্ভর বিল পাঠিয়ে গ্রাহকদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
বক্তারা সম্প্রতি রামু থেকে বদলি হয়ে আসা লামা বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীকে এসব সমস্যার জন্য দায়ী করেন। অভিযোগ রয়েছে, রামুতে তার বিরুদ্ধে রাজস্ব আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ থাকলেও তাকে লামায় বদলি করা হয়েছে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
সভায় সমাজকর্মী মো. কামরুজ্জামান, মো. মিজান, দুলাল, আরিফুল ইসলাম ও মো. শামসুল হক বক্তব্য দেন। তারা গৌতম চৌধুরীর অপসারণ, ভূতুড়ে বিল বাতিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের হুমকি দেন।
এক ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহক বলেন, “যে কর্মকর্তা যেখানে যান, সেখানেই দুর্নীতি করেন। লামায় তার আগমন যেন অভিশাপ হয়ে গেছে। প্রতিদিন চাবি ওঠানো-নামানোর নামে জনগণকে হয়রানি করছেন। শান্তিপ্রিয় লামাবাসী যদি একবার রাগে ফেটে পড়ে, তবে তার ভবিষ্যত হারানো নিশ্চিত।”
মানববন্ধনের শেষে বক্তারা স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন যেন সমস্যার সমাধান হয় এবং জনদুর্ভোগ লাঘব হয়।
আপনার মতামত লিখুন