মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার তদন্ত কর্মকর্তা রাসেল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা জামায়াতের সাবেক আমির মোন্তাজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এ ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহসহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং ভবিষ্যতে করণীয় ও প্রস্তাবিত উদ্যোগ নিয়ে মতামত প্রদান করেন।
আপনার মতামত লিখুন