লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক

লালমনিরহাটে সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। সন্ধ্যা ৭টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় লালমনিরহাট এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয় এবং অন্তত পাঁচ যাত্রী আহত হন।
রেলওয়ে স্টেশনের কাছে বিডিআর গেট এলাকা থেকে সংঘটিত এই দুর্ঘটনায় ঢাকা থেকে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন স্টেশনে এসে যাত্রী নামানোর পর ওয়ার্কসেডে পরিষ্কারের জন্য অগ্রসর হচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশের চেষ্টা করলে দুটি ট্রেন মুখোমুখি হয়ে যায় এবং কমিউটার ট্রেনটি এক্সপ্রেস ট্রেনের পেছনে ধাক্কা দেয়।
দূর্ঘটনায় রেললাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কাজে সহায়তা করে।
লালমনিরহাট রেল বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবু আল মামুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবেন।
রেলওয়ে কর্মকর্তারা জানান, বড় কোনো দুর্ঘটনা হয়নি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী বলেন, কমিউটার ট্রেনটি আচমকা পেছন থেকে ধাক্কা দেয়ায় এই দুর্ঘটনা ঘটে।