শরীয়তপুরের ডামুড্যায় জঙ্গি সন্দেহে তরুণ আফতাব উদ্দিন গ্রেপ্তার, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অনলাইনে উগ্রবাদী কনটেন্ট দেখে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন ১৯ বছর বয়সী আফতাব উদ্দিন ওরফে আবিরকে শনিবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বাড়ি থেকে বোমা তৈরির উপকরণও উদ্ধার করা হয়েছে।
আবির ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি এলাকার বাসিন্দা এবং সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তার বাবা কয়েক বছর আগে মারা গেছেন, বর্তমানে তিনি মায়ের সঙ্গে বসবাস করেন।
ডামুড্যা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির স্বীকার করেন বাড়িতে বোমা তৈরির উপকরণ রয়েছে। পরে ঢাকা থেকে পুলিশ বিশেষ দল এসে অভিযান চালিয়ে প্রয়োজনীয় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
রোববার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে তোলা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”
জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “আফতাব নিজ উদ্যোগে উগ্র ভিডিও দেখে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছে এবং নাশকতার পরিকল্পনা করছিল। আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে।”
আপনার মতামত লিখুন