আক্কেলপুরে দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, তদন্তে প্রশাসন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ
আক্কেলপুরে দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, তদন্তে প্রশাসন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক দলিল লেখকের বিরুদ্ধে ভুয়া নামজারি, খারিজ ও অন্যান্য কাগজপত্র জাল করে দলিল সম্পাদনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন হুমায়ুন কবির ওরফে রানা নামের একজন দলিল লেখক, যিনি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবেও পরিচিত।

জানা গেছে, তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া খাজনা রসিদ, নামজারি (ডিসিআর) ও খতিয়ান তৈরি করে ২১৬৪/২৫ নম্বর একটি দলিল সম্পাদন করেন। দলিলটি গত ৭ জুলাই আক্কেলপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সম্পাদিত হয়। এতে দাতা ছিলেন তাহমিনা বিবি এবং গ্রহিতা তাঁর দুই ছেলে—আব্দুল মুমিন মন্ডল ও আব্দুল আলিম মন্ডল।

জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে, যখন দাতার মেয়ে মোছা. নাছিমা বেগম ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি গুরুত্ব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম ২২ জুলাই সাব-রেজিস্ট্রার বরাবর দলিলের বিস্তারিত তথ্য চেয়ে পত্র দেন। পরে প্রাপ্ত তথ্যে দেখা যায়, সংশ্লিষ্ট নামজারি, খাজনা রসিদ ও খতিয়ান—সবই জাল।

অভিযোগকারী নাছিমা বেগম বলেন, তাঁকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতেই ভুয়া কাগজপত্র দেখিয়ে দলিল সম্পাদন করা হয়েছে। তিনি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। দলিল গ্রহিতা আব্দুল মুমিন মন্ডলও স্বীকার করেন যে, তিনি ২০ হাজার টাকা দিয়ে দলিল লেখক হুমায়ুন কবির রানার কাছ থেকে কাগজপত্র সংগ্রহ করেছেন।

অভিযুক্ত রানা ঘটনার পর থেকে পলাতক। তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে এবং তিনি আর সাব-রেজিস্ট্রি অফিসেও আসছেন না।

সাব-রেজিস্ট্রার এস.এম. কামরুল ইসলাম জানান, হেবা দলিলে সাধারণত নামজারির প্রয়োজন না হলেও অনেক সময় মালিকানা যাচাইয়ের জন্য কাগজপত্র দেখা হয়। ইউএনও মনজুরুল আলম বলেন, দলিলে ব্যবহৃত সব নথি জাল প্রমাণিত হয়েছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।