কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল শিক্ষার্থী ডুবে মারা গেছে।
বুধবার দুপুরে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত দুই শিশু হলো—সাইফা (১০) ও মায়মুনা (৯)। তারা করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা। সাইফা ওই গ্রামের রতন মিয়ার মেয়ে ও দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী, আর মায়মুনা ইকলাস মিয়ার মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।
করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, দুপুরে খেলাধুলার সময় পরিবারের অজান্তে দুই শিশু নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
স্থানীয়রা জানায়, নদীপাড়ে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কবার্তা না থাকায় ছোটরা প্রায়ই গোসল করতে নামে, যার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন