কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক গ্রেপ্তার
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকা থেকে উলিপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন