জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার ভয়াবহতা ১৯৭১-এর চেয়েও জঘন্য: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার ভয়াবহতা ১৯৭১-এর চেয়েও জঘন্য: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশে যে অপরাধ করেছেন, তা এমন জঘন্য যে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও এমন বর্বরতা দেখায়নি। মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিয়ে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্য প্রদর্শনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত অবস্থায় গুলি করে হত্যা করা, নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো—এই ঘটনাগুলো ২৫ মার্চের কালরাতের মতোই ভয়াবহ। তবে পার্থক্য হলো, তখনকার অপরাধ করেছিল একটি বিদেশি সেনাবাহিনী, আর এখনকারটি নিজেদের দেশের সরকারের অধীনে ঘটেছে। এই দুই ঘটনার প্রেক্ষাপট এক নয়।

ড. আসিফ নজরুল বলেন, ১৯৭১ সালে আমি কখনো মৃতদেহ পুড়িয়ে ফেলার কোনো ফুটেজ দেখিনি, বা আহত মানুষকে টেনে নিয়ে গিয়ে আবার গুলি করার কোনো ঘটনা দেখি নাই। এমনকি মুক্তিযোদ্ধাদের বর্ণনাতেও এমন নিষ্ঠুরতার উল্লেখ পাওয়া যায় না। হয়তো ভিন্ন ধরনের নৃশংসতা ছিল, কিন্তু এই রকম পদ্ধতিগত বর্বরতা ছিল না।

তিনি আশ্বস্ত করে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে হবে। জনগণকে হতাশ হওয়ার কিছু নেই। এই সরকারের সময়েই কাঙ্ক্ষিত রায় পাওয়া যাবে। এমনভাবে সাক্ষ্য-প্রমাণ রেখে যাওয়া হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও বিচার থেকে সরে যেতে না পারে।

আইন উপদেষ্টা আরও বলেন, তিনি বিশ্বাস করেন না যে ভবিষ্যতে বিএনপি-জামায়াত বা অন্য কেউ ক্ষমতায় এলে এই বিচারের বিষয়ে শৈথিল্য দেখাবে। কারণ, তারা নিজেরাও দমন-পীড়নের শিকার হয়েছে। সুতরাং তারা এই বিচার প্রক্রিয়া অব্যাহত রাখবে বলেই তিনি আশা প্রকাশ করেন।