জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে ড. আসিফ নজরুলের মন্তব্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে ড. আসিফ নজরুলের মন্তব্য

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলো এতটাই ভয়াবহ যে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও এমন জঘন্য অপরাধ করেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি মনে করেন, বর্তমান সময়ের এসব অপরাধের মাত্রা ১৯৭১ সালের অনেক ঘটনার চেয়েও ভয়ানক। মঙ্গলবার (২৯ জুলাই) এক আলোচনা সভা ও তথ্য প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, যেভাবে মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে, আহত অবস্থায় মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, কিংবা নিরস্ত্র মানুষের ওপর গুলিবর্ষণ করা হয়েছে—এই ধরনের নিষ্ঠুরতা ২৫ মার্চ ১৯৭১ সালের কালরাত্রিতে ঘটেছিল। তবে তখনকার ঘটনাগুলোর পার্থক্য হলো, সেগুলো করেছিল একটি বিদেশি দখলদার বাহিনী, যেখানে ২০২৪ সালে এসব অপরাধ ঘটেছে আমাদের স্বাধীন দেশের মাটিতে, নিজেদের শাসনব্যবস্থার অধীনে। তার মতে, ১৯৭১ সালের চিত্রপট এবং ২০২৪ সালের প্রেক্ষাপট এক নয়, এবং এই পার্থক্যটিই বাস্তবতাকে আরও নির্মম করে তোলে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের কোনো ঘটনার বর্ণনায় বা কোনো ভিডিও ফুটেজে দেখা যায়নি, যেখানে কেউ আহত অবস্থায় পড়ে আছে এবং তাকে আবার গুলি করা হচ্ছে। এমন নৃশংসতার উদাহরণ তখন পাওয়া যায়নি। হয়তো অন্যরকম নির্যাতন ছিল, কিন্তু এই ধরনের ঠান্ডা মাথায় পরিকল্পিত নিষ্ঠুরতা ছিল না। এই দিক থেকে তিনি মনে করেন, ২০২৪ সালের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের উপাদান রয়েছে।

ড. আসিফ নজরুল আশ্বস্ত করে বলেন, এই ঘটনার বিচার অবশ্যই সুষ্ঠুভাবে হবে। জনগণকে হতাশ হওয়ার কিছু নেই। বর্তমান সরকারের আমলেই এই বিচার সম্পন্ন হবে এবং কাঙ্ক্ষিত রায়ও জনগণ পাবে। তিনি জানান, এমনভাবে সাক্ষ্য ও প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে যেন ভবিষ্যতে কোনো সরকার ক্ষমতায় এসেও বিচার কার্যক্রম থেকে সরে যেতে না পারে। এমনকি বিএনপি-জামায়াত জোট কিংবা অন্য কোনো দল সরকারে এলেও তারা বিচার থেকে পিছিয়ে যাবে না, কারণ তাদের অনেক নেতাকর্মী নিজেরাই নির্যাতনের শিকার হয়েছেন।

এই বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন, এই বিচার শুধু সময়ের দাবি নয়, এটি জাতির নৈতিক দায়।