টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের জোরপূর্বক অংশগ্রহণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের জোরপূর্বক অংশগ্রহণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় তাদের জোরপূর্বক অংশগ্রহণ করানোর অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার দুপুরে বিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী এবং প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ।
সাইফুল বারী জানান, “মঙ্গলবার সকালে এনসিপির নেতারা শিক্ষক অনুমতি ছাড়াই ক্লাসরুমে ঢুকে শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যান। এতে শিক্ষক ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং বাধ্য হয়ে স্কুল ছুটি ঘোষণা করা হয়। আমরা ভোট দিতে পারি না, অথচ রাজনৈতিক কর্মসূচিতে জোর করে নেওয়া হয়েছে— আমরা তীব্র প্রতিবাদ জানাই।”
প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ বলেন, “শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া ন্যাক্কারজনক। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি ও জনসমক্ষে ক্ষমা দাবি করছি, না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এ বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, “আমরা শিক্ষার্থীদের জোরপূর্বক অংশগ্রহণের কোনো নির্দেশনা দিইনি। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের এ কাজে জড়ানো হবে না এবং শিক্ষক মহোদয়দেরও আমরা দুঃখ প্রকাশ করেছি।”

উল্লেখ্য, ২৯ জুলাই সকালেই টাঙ্গাইল শহরের শামছুল হক তোরণ থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে শেষ হয়। সেখানে তিনটি পথ বন্ধ করে মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।