টাঙ্গাইলে ওষুধ ও কসমেটিকস দোকানে মোবাইল কোর্টে জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ২:০০ অপরাহ্ণ
টাঙ্গাইলে ওষুধ ও কসমেটিকস দোকানে মোবাইল কোর্টে জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ওষুধ ও কসমেটিকসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধুপুর উপজেলার কাকরাইদ, মোটেরবাজার, নেদুর বাজার, গারো বাজার ও মধুপুর পৌরসভার সেগুন বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে ওষুধ ও কসমেটিকস আইনে ৫টি মামলায় ৫ জনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন মো. আবু জাফর প্রাং, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক অফিসের ওষুধ তত্ত্বাবধায়ক (ভেট)। মধুপুর সেনাক্যাম্পের একটি চৌকস দলও অভিযানে সহায়তা করে।

সহকারী কমিশনার রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।