ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা এবং ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।
তিনি জানান, ভোটার তালিকা আইন সংশোধন প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হলেও এখন তা সম্পন্ন হয়েছে। ফলে আগের পরিকল্পনার পরিবর্তে ইসি একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকা সরাসরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই তৈরি করা হচ্ছে।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, খসড়া তালিকায় যুক্ত হওয়া ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটারের নাম দ্রুত প্রকাশ করা হবে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী নির্বাচন কমিশন এখন পুরোদমে প্রস্তুতি গ্রহণ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিগগিরই সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ ঘোষণা করতে পারেন বলেও জানা গেছে।
আপনার মতামত লিখুন