পটুয়াখালীর বাউফলে বাল্কহেড ব্রিজের ধাক্কায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১:১৯ অপরাহ্ণ
পটুয়াখালীর বাউফলে বাল্কহেড ব্রিজের ধাক্কায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে বালুবোঝাই একটি বাল্কহেড ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর সঙ্গে ধাক্কা লাগায় এক শ্রমিকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকঢাল গ্রামের খান বাড়ি সংলগ্ন খালে ঘটে।

নিহত শ্রমিক শাকিব (২২) কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাল্কহেডটি কাছিপাড়া ইউনিয়নের একটি কারখানা থেকে দেওপাশা যাওয়ার পথে ব্রিজের নিচ দিয়ে যেতেই ব্রিজের কম উচ্চতার কারণে তীব্র ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাকিবের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথার অংশটি খালে পড়ে যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।