পটুয়াখালীর মির্জাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবেলায় এডিস মশার আবাসস্থল চিহ্নিত ও ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত হয়।
ক্যাম্পেইনে অংশ নেন রেড ক্রিসেন্ট সোসাইটি মির্জাগঞ্জ ইউনিট ও মির্জাগঞ্জ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামসুল ইসলাম সোহেল, স্যানিটারি ও হেলথ ইন্সপেক্টরগণ, ব্র্যাক প্রকল্পের কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্টরা।
তারা হাসপাতাল এলাকার প্রশাসনিক ভবন ও আবাসিক ভবনের আশপাশে এডিস মশার সম্ভাব্য লার্ভা আবাসস্থল চিহ্নিত করে তা ধ্বংস ও পরিষ্কার করেন। ক্লিনিং কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হয়।
ব্র্যাকের প্রোগ্রাম অফিসার সন্দীপ দাস জানান, পটুয়াখালীর আটটি উপজেলায় পর্যায়ক্রমে এধরনের ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন