পার্বত্য মাটিরাঙ্গায় প্রথমবারের মতো মানসিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
পার্বত্য মাটিরাঙ্গায় প্রথমবারের মতো মানসিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানসিক রোগীদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো দিনব্যাপী “মানসিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প” আয়োজন করা হয়েছে। বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আব্দুল মোত্তালিব।

ক্যাম্প পরিচালনায় ছিলেন ‘মানবিক ডাক্তার’ খ্যাত ডা. পরাগ দে এবং তাঁর তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গুণী চিকিৎসকরা। ক্যাম্পে মাটিরাঙ্গার বিভিন্ন দুর্গম এলাকা থেকে শত শত রোগী ও স্থানীয় শিক্ষার্থীরা বিনামূল্যে মানসিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রয়োজনীয় ওষুধ ও ব্যবস্থাপত্রও বিতরণ করা হয়।

ডা. পরাগ দে বলেন, “অর্থনৈতিক বাধার কারণে যারা মানসিক চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এই ক্যাম্পের আয়োজন। চিকিৎসাসেবার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য।”

সেবা গ্রহণকারীরা আয়োজনের প্রশংসা করেছেন। গুইমারা থেকে আসা মীর বাবলু বলেন, “এমন বড় উদ্যোগ মাটিরাঙ্গায় এই প্রথম, যারা দূরবর্তী এলাকায় থাকেন এবং অর্থাভাবে বড় শহরে যেতে পারেন না, তাঁরা উপকৃত হয়েছেন।” স্থানীয় বাসিন্দা মো. এনামুল হক বলেন, “এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার জন্য আমরা আশা রাখি।”

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (BAP) ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় মানসিক স্বাস্থ্য আউটরিচ প্রকল্পের অংশ হিসেবে এই ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।