বগুড়ার সান্তাহার রেল স্টেশনে ১০ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের তিন নারী যাত্রীকে দুইটি স্কুলব্যাগে রাখা ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুড়িগ্রাম সদর থানার নতুন রেলস্টেশন এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে কলি বেগম (২৭), শরিয়তপুর জেলার গোসাইহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের রুন্জু মাতব্বরের মেয়ে লামিয়া (২১), এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকার রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯)।
পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশনে থামার সময় গোপন সংবাদের ভিত্তিতে ‘ছ’ বগির ৫৭, ৫৮ ও ৫৯ নম্বর সিটে বসা ওই তিন যাত্রীর কাছ থেকে দুইটি স্কুলব্যাগে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, তারা রংপুর থেকে নাটোর পর্যন্ত টিকিট কেটেছিলেন, তবে অবৈধভাবে ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার ও ধূর্ত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
আপনার মতামত লিখুন