বরিশালের বাকেরগঞ্জে কুকুরকে গলায় ফাঁস দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
বরিশালের বাকেরগঞ্জে কুকুরকে গলায় ফাঁস দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে স্থানীয় কয়েকজন যুবক একটি নিরীহ কুকুরকে গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। সোমবার বিকেলে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় ঘোরাঘুরি করা কুকুরটিকে ধরে নেওয়া হয় এবং বখাটেরা তার ওপর নির্মম নির্যাতন চালায়। পরে এক ব্যক্তি মোজাম্মেল হোসেন মোহন ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয়রা ঘটনাটিকে মানবতাবিরোধী ও মধ্যযুগীয় বর্বরতা হিসেবে আখ্যায়িত করেছেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঘটনা জানার পর দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজও বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত আছি এবং পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্তদের ধরতে চলছে ব্যাপক অভিযান।