মিরপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান (২৭) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব মেম্বার (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে যোগিপুল ও পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৫ এপ্রিল ঈদগাহ মাঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের বৈঠকের সময় বিএনপি কর্মী মিরাজুল ইসলামকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী কর্মীরা তাঁর গাড়ির হেডলাইট ভেঙে দেয়। খবর পেয়ে পুলিশ এসে ছয়জনকে সেদিনই গ্রেপ্তার করে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পরদিন মিরাজুল একটি মামলা দায়ের করলে তদন্তের ভিত্তিতে ইমরান ও শিহাবকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, নাশকতার মামলায় গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন