মেঘনার জোয়ারে তলিয়ে গেছে মেহেন্দিগঞ্জ, ভেঙে পড়েছে ১৬ কোটির সড়ক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
মেঘনার জোয়ারে তলিয়ে গেছে মেহেন্দিগঞ্জ, ভেঙে পড়েছে ১৬ কোটির সড়ক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং অমাবস্যার প্রভাবে মেঘনা ও আশপাশের নদ-নদীর পানি বেড়ে গিয়ে ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়েছে। এতে ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, পুকুর, মাছের ঘের, ফসলি জমি, পানের বরজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর উলানিয়া ইউনিয়নের আলিগঞ্জ-উলানিয়া নির্মাণাধীন সড়ক, যা ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছিল। প্রায় ৫.৫ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত এই সড়কটি মেঘনার জলোচ্ছ্বাসে অন্তত ১০টি স্থানে ভেঙে গেছে, ফলে এটি এখন চলাচলের অনুপযোগী। স্থানীয়রা বলছেন, এটি এখন মরণফাঁদে রূপ নিয়েছে

এ এলাকার প্রায় ৩০ হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। সরেজমিনে দেখা যায়, বিকল্প ব্যবস্থা হিসেবে স্থানীয়রা সাকো তৈরি করে চলাচল করছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, হাটবাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ রয়েছেন।

উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাকিব জানান, ২৫ জুলাইয়ের জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টিতে মেহেন্দিগঞ্জের অধিকাংশ উন্নয়নকাজ স্থবির হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সড়কটির ৮-১০টি স্থানে ধস দেখা দিয়েছে। বিষয়টি জেলা নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।

নির্মাণকারী প্রতিষ্ঠান ‘আমির ইঞ্জিনিয়ারিং’ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে, ফলে তারা আর্থিক সংকটে পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, সড়কটি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে

এদিকে, উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী এবং উলানিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুল হক মিল্টন চৌধুরী দাবি করেছেন, সড়ক রক্ষায় দ্রুত উচ্চ গাইডওয়াল ও টেকসই অবকাঠামো নির্মাণ প্রয়োজন

এই ঘটনা আবারও দেখিয়ে দিল, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় টেকসই অবকাঠামো ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তা কতটা জরুরি।