যশোরের চৌগাছায় প্রেস ক্লাবের উন্নয়নে জামায়াতে ইসলামীর অর্থ সহায়তা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
যশোরের চৌগাছায় প্রেস ক্লাবের উন্নয়নে জামায়াতে ইসলামীর অর্থ সহায়তা

যশোরের চৌগাছা উপজেলার প্রেস ক্লাবের উন্নয়নের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এককালীন অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা শাখার পক্ষ থেকে প্রেস ক্লাবকে ২০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা প্রেস ক্লাবের সভাপতি আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা শাখার সভাপতি ও চৌগাছা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন এবং সহকারী সেক্রেটারি, সাবেক প্যানেল মেয়র ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাস্টার ইমদাদুল হক, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক এম এ রহিম, দপ্তর সম্পাদক রায়হান উদ্দীন, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ফকরুল ইসলাম, বাবুল আক্তার, আসাদুজ্জামান মুক্ত, আবু হানিফ, আযম আশরাফুল, মাওলানা ওসমান গণি, জাহিদ হাসান, শ্যামল দত্ত, ফয়সাল, কালিমুল্লাহ সিদ্দিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।