যশোরে জুট মিল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
যশোরে জুট মিল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় জেজেআই জুট মিলের ইকোপ্যাক লিমিটেডের শ্রমিক কোয়ার্টারের একটি কক্ষ থেকে মনিরুল ইসলাম (২৫) নামের এক জুট মিল শ্রমিকের গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মনিরুল ইসলাম কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বনদিয়া ইউনিয়নের কাশেমবাজার এলাকার আব্দুল হাই মণ্ডলের ছেলে। তাঁর পাশের কক্ষে থাকা সহকর্মী শাহীন জানান, পারিবারিক কলহের কারণে মনিরুল আত্মহত্যা করে থাকতে পারেন।

অভয়নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলিম জানান, মৃতদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।