স্বামীর স্বীকৃতির দাবিতে শিল্পী আক্তারের অনশন

নরসিংদীর শিবপুর উপজেলার সাতপাখিয়া গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে শিল্পী আক্তার নামে এক তরুণী অনশন করছেন। মঙ্গলবার বিকেলে দেখা যায়, তিনি স্বামীর বাড়ির সামনে অবস্থান করছেন এবং পরিবারের অন্য সদস্যরা বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে গেছেন। শিল্পী আক্তার নরসিংদীর পলাশ উপজেলার দড়িহাওলা গ্রামের জালাল মিয়ার মেয়ে।
তিনি জানান, প্রায় ছয় বছর আগে লেবাননে অবস্থানরত মো. ইমরান মোল্লার সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয়, যা পরে গভীর প্রেমে রূপ নেয়। প্রেমের টানে ইমরান দুই মাস আগে দেশে ফিরে আসেন এবং গত ১২ জুন ২০২৫ সালে তিন লাখ টাকা কাবিনে ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ে করেন তারা। বিয়ের পর তারা নরসিংদী শহরের তরোয়া মহল্লায় ভাড়া বাসায় শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন। কিন্তু শিল্পীর গরীব পরিবার হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন এ সম্পর্ক মেনে নিতে পারেননি।
দেড় মাস সংসার করার পর ইমরান পারিবারিক চাপ সহ্য করতে না পেরে স্ত্রীকে ছেড়ে নিজ বাড়িতে ফিরে যান। স্ত্রী শিল্পী আক্তার নিরুপায় হয়ে স্বামীর বাড়িতে গিয়ে অনশনে বসেন। তিনি জানান, সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয় এবং প্রাণভয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশ সহায়তা চান। পরে শিবপুর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বাবার বাড়িতে পাঠায়।
শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন জানিয়েছেন, এখনও কোনও পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিল্পী আক্তার এখন চরম অসহায়। তিনি পিতৃভূমিতেও থাকতে পারছেন না, আবার স্বামীর স্বীকৃতিও পাচ্ছেন না। এজন্য তিনি স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন