লালমনিরহাট পাটগ্রাম রেলস্টেশনে দুই ভারতীয় বৃদ্ধ নাগরিকের সন্ধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
লালমনিরহাট পাটগ্রাম রেলস্টেশনে দুই ভারতীয় বৃদ্ধ নাগরিকের সন্ধান

লালমনিরহাটের পাটগ্রাম রেলস্টেশনে দুই ভারতীয় বৃদ্ধ নাগরিকের সন্ধান পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে স্থানীয়রা তাদের রেলস্টেশনে দেখতে পেয়ে সনাক্ত করেন।

তারা হলেন—আসামের দরং জেলার চেপাজা থানার বড়বাড়ি গ্রামের মৃত আসতুল্লা শেখের ছেলে ইউসুফ আলী (৭৪) এবং একই প্রদেশের গোয়ালপাড়া জেলার বিজনী থানার শাকতলা গ্রামের মৃত ইলেমুদ্দিনের ছেলে শামসুল হক (৬৪)। মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই দুই ভারতীয় বৃদ্ধ রেলস্টেশনে খেয়ে-না খেয়ে অবস্থান করছিলেন।

ভারতীয় নাগরিক ইউসুফ আলী জানান, “আট দিন আগে ১০-১২ জনের একটি দলের সঙ্গে বিএসএফ আমাদের জোরপূর্বক সীমান্ত পার করিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। এরপর আমরা লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে শেষমেশ পাটগ্রাম রেলস্টেশনে আশ্রয় নিই। পুশইনের সময় আমাদের কাছে থাকা ভারতীয় রুপি, আইডি কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড বিএসএফ কেড়ে নেয়। ভারতীয় নাগরিক হলেও আমাকে দুই বছর বাংলাদেশি সন্দেহে কারাগারে থাকতে হয়েছে।”

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “পুশইনের শিকার ওই দুই ভারতীয় নাগরিকের বিষয়ে সোমবার রাত ও মঙ্গলবার সকালে পাটগ্রাম বিজিবি ক্যাম্পের কমান্ডারকে অবহিত করা হয়েছে। আপাতত রেলস্টেশনে পুলিশের নজরদারিতে তাদের রাখা হয়েছে।”

তিনি আরও জানান, “বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানাবে, যাতে ওই দুই নাগরিককে ভারতে ফেরত পাঠানো যায়।”