লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্রসহ লুৎফুর রহমান হিরন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের মোতারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। হিরন ওই গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত হিরনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টহলের সময় চন্দ্রগঞ্জ থানার এসআই (নি.) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মোতারহাট এলাকার শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের দোকানের পাশের একটি বাগান থেকে হিরনকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ ঘটনায় হিরনের সহযোগী আরিয়ান হোসেন সৌরভ (২০), তারেক আজিজ (২৫), সাদ্দাম হোসেন ওরফে সুজন (২৮), সাইফুল ইসলাম (২৫), মো. ফরহাদ হোসেনসহ আরও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি ফয়জুল আজীম বলেন, “ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে চন্দ্রগঞ্জ থানা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”