শরীয়তপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, পাঁচজন আহত

শরীয়তপুরে সদ্য ঘোষণা করা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পালং মডেল থানার আশেপাশে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুরে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি ছিল না। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পুরাতন কমিটি বিলুপ্ত হয়ে যায়। সম্প্রতি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ৩৫ সদস্যের একটি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে এইচ.এম. জাকির হোসেন আহ্বায়ক ও সোহেল তালুকদার সদস্য সচিব নিযুক্ত হন।
কমিটি ঘোষণার পর একটি পক্ষ সেটি বাতিলের দাবি জানান। বিকেলে সদ্য ঘোষিত কমিটির একটি পক্ষ বিজয় মিছিল করে, অন্য পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। দুই মিছিল পালং থানার সামনের ও পেছনের গেটের সড়কে চলার সময় সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে অন্তত পাঁচজন আহত হন এবং তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, পুলিশের সতর্কতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন