মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধাদের মর্যাদা বাতিলের খবর সম্পূর্ণ মিথ্যা: মোস্তফা সরয়ার ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষণা করেছেন যে, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়েছে এমন খবর একদমই মিথ্যা ও ফেইক নিউজ। বুধবার (৪ জুন) দুপুর পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, নতুন সংশোধিত অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিলের তথ্য ভুল এবং তার প্রমাণ হিসেবে তিনি কমেন্টে সংশোধিত অধ্যাদেশের স্ক্রিনশট শেয়ার করেছেন।
এর আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল যে, শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন না, তারা শুধু ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচিত হবেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। অবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম আজ এই বিভ্রান্তিকর বিষয়টির ইতি টানেন এবং জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাদের সবাই ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে গণ্য হবেন।
আপনার মতামত লিখুন