ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, যারা এখন থেকে ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করবেন, সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট।” ভুল সংবাদ প্রচারকারী গণমাধ্যমগুলোকে সংশোধনী প্রকাশ করে পাঠকদের কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুব উদার। আমরা সমালোচনাকেও স্বাগত জানাই। কিন্তু কাউকে এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে, তিনি চাইলেই ভুল সংবাদ প্রচার করবেন।”
আপনার মতামত লিখুন