ঈদুল আজহার আগে সরকারি কর্মচারীদের শেষ কর্মদিবস ৪ জুন, টানা ১০ দিনের ছুটি শুরু

ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য শেষ কর্মদিবস বুধবার (৪ জুন)। এরপর বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হবে টানা ১০ দিনের ছুটি।
বুধবার সকাল থেকে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক ছিল। বাণিজ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, গৃহায়ন ও গণপূর্ত, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ অন্যান্য জায়গায় কর্মীরা নিয়মমতো কাজ করছেন। সচিবালয়ের গাড়ি রাখার জায়গাও অন্যান্য দিনের মতো গাড়িতে পূর্ণ ছিল।
ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেক কর্মচারী একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। সচিবালয়ের অতিথি অভ্যর্থনা কক্ষে দর্শনার্থীদের আনাগোনা দেখা গেছে।
গ্রামে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে যেতে ঢুকছে মানুষ। অনেকে কর্মস্থলে এসে অফিস শেষ করে সরাসরি ছুটি কাটাতে যাচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদুল আজহার জন্য ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ছুটির ঘোষণা করেছে। ফলে এবার ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করবেন।
সরকার প্রথমবারের মতো সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল (১৭ ও ২৪ মে), যাতে ঈদের আগে কর্মীরা কাজ শেষ করতে পারেন।
আপনার মতামত লিখুন