ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি, যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারে ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি। যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ৩১টি ট্রেন সময়মতো ছেড়ে গেছে, মাত্র ৪-৫টি ট্রেন কিছুক্ষণের জন্য দেরি হয়েছে। আগামীতে আরও ৩৫টি ট্রেন চলাচল করবে, যা সঠিক সময়ে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
টিকিট কালোবাজারি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে, যা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এছাড়া ট্রেনের ছাদে কোনো যাত্রী উঠতে পারবেন না, কমলাপুর স্টেশনে এই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিমানবন্দর স্টেশনে ছাদে যাত্রী উঠা বন্ধ করতে বিশেষ নির্দেশনা দেওয়া হবে।
তিনি আরও জানান, পশুবাহী ট্রাক থেকে জোর করে পশু নামিয়ে নেওয়ার অভিযোগ এড়াতে প্রতিটি ট্রাকের সামনে যে হাটে যাবে তার নাম লেখা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তার মাঝখানে কেউ জোর করে থামালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার আশ্বাস দিয়েছেন।
আপনার মতামত লিখুন