প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন

আগামী সোমবার (৯ জুন) দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চার দিনের এই সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি। বুধবার (৪ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এই তথ্য জানান।

ভারপ্রাপ্ত সচিব জানান, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেক গভীর ও জটিল, তাই আসন্ন সফরটি খুবই গুরুত্বপূর্ণ। সফরে ড. ইউনূস বৃটিশ প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বার্কিং হাম প্যালেসে সাক্ষাতেরও সুযোগ পাবেন।

রুহুল আলম সিদ্দিকী আরও জানান, লন্ডন সফরে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয় নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে কিনা, সে বিষয়ে সরকার থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বছর ড. মুহাম্মদ ইউনূস কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন। ১২ জুন বৃটিশ রাজা তার হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেবেন বলে পররাষ্ট্র সচিব জানান।