জামায়াতে ইসলামী নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, জামায়াতে ইসলামী নিবন্ধনসহ তাদের দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে। বুধবার (৪ মে) বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে চলতি মাসের ১ তারিখ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করার হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারকের বেঞ্চ এই রায় দেন। সুপ্রিমকোর্ট পহেলা জুন দলটির নিবন্ধন ও অন্যান্য বিষয় সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, দলটির পেন্ডিং রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু থাকলে তা সাংবিধানিক ম্যান্ডেট অনুযায়ী ইসিকে নিষ্পত্তি করতে হবে।
আপনার মতামত লিখুন