নেত্রীকে ভালোবাসা থেকেই উপহার, তবে ফেরত যেতে হলো ‘কালো মানিক’কে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কোরবানির উপহার হিসেবে নিজের পালিত ষাঁড় ‘‘কালো মানিক’’ নিয়ে ঢাকায় এসেছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক ও বিএনপির কর্মী সোহাগ মৃধা। প্রায় ৩৫ মণ ওজনের বিশাল এই ষাঁড়টির বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। কিন্তু সব ইচ্ছা ও ভালোবাসা নিয়েও শেষ পর্যন্ত গরুটি গ্রহণ করেননি খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঢাকায় পৌঁছান সোহাগ মৃধা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, নেত্রী উপহারটি গ্রহণ না করে সোহাগকে তা নিজের প্রয়োজনে ব্যবহারের পরামর্শ দেন। সেইসঙ্গে তাকে ঈদের শুভেচ্ছা, উপহার ও দোয়া পাঠিয়েছেন এবং তার ও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়াকে বিষয়টি জানানো হলে তিনি গরুটি ফিরিয়ে নিতে বলেন এবং সোহাগকে তার কাজে লাগাতে বলেন। পাশাপাশি নেত্রী তার জন্য এবং দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন।
ঢাকায় রওনা হওয়ার আগে সোহাগ মৃধা বলেন, ভাইরালের জন্য নয়, বরং গভীর ভালোবাসা থেকেই তিনি এই উপহার দিতে চেয়েছেন। দীর্ঘদিন ধরেই তার ইচ্ছে ছিল প্রিয় নেত্রীকে একটি কোরবানির পশু উপহার দেওয়ার। এবার সে সুযোগ পেয়ে হৃদয় থেকে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু নেত্রীর বিনয়ী প্রত্যাখ্যানেও হতাশ হননি তিনি—বরং এটাকেই দেখছেন ভালোবাসার একটি ভিন্ন রূপ হিসেবে।
আপনার মতামত লিখুন