জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার জামাত সম্পন্ন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ। শনিবার (৭ জুন) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
সকাল সাড়ে ৭টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক।
জামাতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিকসহ হাজারো মুসল্লি।
নামাজ শেষে খুতবা ও মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। পরে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদেও ঈদের জামাত শেষে ফিলিস্তিনসহ বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
জাতীয় মসজিদে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। পরে পর্যায়ক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।
জামাতগুলো নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মুসল্লিদের সুশৃঙ্খল প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিল।
আপনার মতামত লিখুন