কারাগারে ঈদ উদযাপন: বন্দিদের জন্য বিশেষ আয়োজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ
কারাগারে ঈদ উদযাপন: বন্দিদের জন্য বিশেষ আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ আয়োজন, যাতে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন। এই উদ্যোগের মাধ্যমে ঈদের দিনে বন্দিদের মনোবল বৃদ্ধি ও পুনর্বাসনের ধারাকে আরও সুসংহত করার লক্ষ্য নিয়েছে কারা কর্তৃপক্ষ।

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদের দিন ৮টি গরু ও ১০টি খাসি জবাই করে বন্দিদের জন্য বিশেষ খাবার প্রস্তুত করা হয়েছে। সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, বন্দিদের ঈদের আনন্দে শরিক করতে আগের দিন ৬০০টি লুঙ্গি ও ৮৫০টি টি-শার্ট বিতরণ করা হয়েছে। ঈদের দিন মধ্যাহ্নভোজে ছিল মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, কোমল পানীয়, সালাদ ও মিষ্টান্ন।

কারা জেলার এ কে এম মাসুদ জানান, সকালের নাশতায় বন্দিদের দেওয়া হয়েছে পায়েস ও মুড়ি, আর রাতের খাবারে ছিল ভাত, মাছ ও আলুর দম। ঈদের দিন কারাগারে অনুষ্ঠিত হয় তিনটি জামাত—একটি বন্দিদের জন্য এবং বাকি দুটি কারা কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে।

বন্দিদের ঈদের আনন্দ আরও বর্ণিল করতে রাখা হয়েছে স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ। ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের পরিবারের পাঠানো বাড়ির রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ করা হবে। এছাড়া ঈদের তৃতীয় দিনে আয়োজন করা হবে ‘প্রিজন ম্যারাথন ২০২৫’, যাতে অংশ নেবেন কারা কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। সেই সঙ্গে থাকবে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কারা অধিদপ্তর জানিয়েছে, এসব আয়োজনের উদ্দেশ্য বন্দিদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং তাদের সমাজে ফিরে যাওয়ার প্রস্তুতিকে আরও কার্যকর করা।