তদন্তে দোষী হলে সাবেক রাষ্ট্রপতিও আইনের আওতায় আসবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
তদন্তে দোষী হলে সাবেক রাষ্ট্রপতিও আইনের আওতায় আসবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ঘিরে ওঠা প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন—তদন্তে দোষী প্রমাণিত হলে কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না। “কেউ নির্দোষ হলে কেন সাজা দেব,”—এমন বক্তব্য দিয়ে তিনি সবার জন্য সমান আইনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সোমবার (৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ঈদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “এবার ঈদে বড় ধরনের কোনো অরাজকতা হয়নি। কিছু দুর্ঘটনা ও চুরি-চামারির ঘটনা ঘটলেও সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। তাই আমি মোটামুটি সন্তুষ্ট।”

সাবেক রাষ্ট্রপতির বিদেশ সফর এবং দেশে ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলেছেন কিছু মামলার তদন্ত হয়নি। কিন্তু আমরা তদন্ত ছাড়া কাউকে সাজা দিতে পারি না। যেসব মামলায় দোষী প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে। আপনারা তো সবসময় বলেন, যেন নির্দোষ কেউ সাজা না পায়। তাই তদন্ত শেষে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “ফৌজদারি মামলায় অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না। নির্দোষ কাউকে সাজা দেওয়া আমাদের নীতির মধ্যে পড়ে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারের প্রতিফলন দেখা যায়, যেখানে ক্ষমতা বা পদভেদে বিচার প্রক্রিয়ার ব্যত্যয় ঘটবে না।