বোয়ালখালীতে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
বোয়ালখালীতে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের বোয়ালখালীতে স্বামীর সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিলকিস আক্তার (২৭) নামের এক গৃহবধূ। রবিবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী আইস ফ্যাক্টরি রোডের ভাড়া বাসায় নিজ শয়নকক্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিলকিসের বাবা আবু সৈয়দ জানান, মাত্র ৪ মাস আগে পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার বাসিন্দা, রিকশাচালক আবু সৈয়দের মেয়ে বিলকিস আক্তারের সঙ্গে মো. জাহেদের সামাজিকভাবে বিয়ে হয়। তবে কোরবানির ঈদে ছাগল কিনে না দেওয়ায় মেয়েকে স্বামীর বাড়িতে অপমান করা হয় বলে অভিযোগ তার।

তিনি বলেন, “আমার মেয়ের বিয়ের পর থেকে যা কিছু পারি জামাইকে দিয়েছি। ঈদের সময় কিছু দিতে না পারায় মেয়েকে গালমন্দ করা হয়, অপমানজনক কথা বলা হয়। মেয়েটা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে।”

বিলকিস তার স্বামী জাহেদের সঙ্গে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী আইস ফ্যাক্টরি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার এসআই মো. আলী বিন কাসিম বলেন, “দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বিলকিসকে মৃত ঘোষণা করেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পারিবারিক অপমান ও মানসিক চাপে আত্মহননের পথ বেছে নেওয়া বিলকিসের এই মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পারিবারিক সচেতনতা ও সহনশীলতার আহ্বান জানিয়েছেন।