ফুলপুরে বাসচাপায় অটোচালকের মৃত্যু, অসহায় পরিবার অনিশ্চয়তায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
ফুলপুরে বাসচাপায় অটোচালকের মৃত্যু, অসহায় পরিবার অনিশ্চয়তায়

ময়মনসিংহের ফুলপুরে ঈদুল আজহার সকালে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী অটোচালক আব্দুল মোতালেব (পূর্ব নাম রঞ্জন)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফুলপুর-শেরপুর মহাসড়কে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে পলি পরিবহনের একটি বাস তার অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঈদের আগের রাতে ফলবাহী একটি ট্রিপ শেষে ভাইটকান্দি থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের বাসিন্দা। প্রেমের সম্পর্কের ভিত্তিতে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে পারভীন নামের এক মুসলিম নারীকে বিয়ে করেন। এ ঘটনায় পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

মৃত্যুকালে মোতালেব স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন—প্রথম কন্যা প্রান্তি (১৮), পুত্র ওলীউল্লাহ (১৫) এবং ছোট কন্যা মীম (১৩)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এখন তারা ফুলপুর পৌরসভার একটি ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন। মাসে ৮-১০ হাজার টাকার খরচ তিনি রিকশা চালিয়ে সামাল দিতেন। তার মৃত্যুতে পুরো পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছে।

প্রান্তি বলেন, “আমার পড়াশোনার সব খরচ আব্বু দিতেন। এখন কে দেবে? কীভাবে পড়ব?” পরিবারের পক্ষে রিকশার কিস্তির প্রায় ৪০ হাজার টাকা এখনো বাকি, অথচ দুর্ঘটনায় সেটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।

স্ত্রী পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার শ্বশুর দিনমজুর, বাবার বাড়িতেও থাকার জায়গা নেই। ভাড়া বাসায় থাকতে হয়, এখন কীভাবে চলব বুঝতে পারছি না।”

স্থানীয়দের মতে, মোতালেব ছিলেন একজন নম্র, সহানুভূতিশীল ও ধার্মিক মানুষ। তিনি পথচারীদের বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছে দিতেন, দানশীলতার জন্য পরিচিত ছিলেন।

এ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে নিহতের স্ত্রী পারভীন সরকারের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ, প্রশাসন এবং সমাজের বিত্তবানদের সহানুভূতি ও সহায়তা কামনা করেছেন। এক মর্মান্তিক দুর্ঘটনা একটি পরিবারকে যেন ছিন্নভিন্ন করে দিয়েছে—এই বাস্তবতায় এখন তাদের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব।