ইসরায়েলের হামলার পর পারমাণবিক স্থাপনায় উত্তেজনা: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠক

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দু’দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকার কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জরুরি বৈঠকের ডাক দিয়েছে। সোমবার (১৬ জুন) সকালেই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির সদর দপ্তরে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, রাশিয়া ও ভেনেজুয়েলা আইএইএ’র কাছে আনুষ্ঠানিকভাবে জরুরি বৈঠক ডাকার অনুরোধ করেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও পারমাণবিক স্থাপনায় হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরায়েলের হামলায় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ৩১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩০ জন সামরিক কর্মী ও একজন রেড ক্রিসেন্টের সদস্য। হামলায় আরও ৫৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এছাড়া, তেহরানের একটি ভবনে হামলায় ২০ শিশুসহ ৬০ জন নিহত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
মোট মিলিয়ে ইরানের প্রায় শতাধিক নাগরিক এই হামলায় প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, ইরানি হামলায় ইসরায়েলের ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির গুরুতরতা বিবেচনায় আন্তর্জাতিক পর্যায়ে সতর্কতার সঙ্গে চলমান ঘটনাবলীর ওপর নজর রাখার আহ্বান জানানো হচ্ছে।
আপনার মতামত লিখুন