ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ: সংঘাত শৃঙ্খলা ফেরানোর আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার প্রায় ৫০ মিনিটের ফোনালাপে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত বন্ধের চেষ্টা চালানোর বিষয়ে আলোচনা করেছেন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিন ইরানে ইসরায়েলের সামরিক অভিযান নিন্দা জানিয়ে সংঘাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ফোনালাপে মূলত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন উল্লেখ করেন। তিনি পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্যও অনুরোধ জানিয়েছেন। ট্রাম্প বলেন, “আমাদের আলোচনা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং দুজনেই মনে করি ইসরায়েল-ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত।”
উশাকভ জানান, দুই নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনাও উড়িয়ে দেননি। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠতম বৈঠক বাতিল হলেও রাশিয়া পারমাণবিক ইস্যুতে সমাধান খোঁজার জন্য আগ্রহী। পুতিনের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প ও পুতিনের আলোচনা কম হলেও আগামী সপ্তাহে এই বিষয়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উশাকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা জানায়, ২২ জুনের পর রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় ফেরার জন্য প্রস্তুত।
ফোনালাপে দুই নেতাই তাদের ব্যক্তিগত সম্পর্কের সন্তোষ প্রকাশ করেছেন, যা জটিল বিষয়েও কার্যকর আলোচনায় সহায়তা করে বলে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন