১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের মিছিল পুলিশের বাধায় থামল

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সচিবালয় অভিমুখে মিছিল করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা দ্রুত নিয়োগের দাবিতে প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এই ঘটনায় প্রেস ক্লাব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
রোববার (১৫ জুন) দুপুর সোয়া ১টার দিকে প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর ফটকের কাছে এ ঘটনা ঘটে। মিছিলকারীরা ব্যারিকেড অতিক্রম করে সচিবালয়ের কাছে গেলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। অনুরোধ অমান্য করলে পুলিশ প্রথমে পাঁচটি এবং পরে আরও দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জ চালায়। এরপর আন্দোলনকারীরা প্রেস ক্লাব মোড়ে ফিরে অবস্থান নেন।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, সচিবালয় নিরাপত্তা অঞ্চলে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ। এটি অমান্য করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়।
মিছিলের একজন অংশগ্রহণকারী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি, কিন্তু সরকার আমাদের অবহেলা করছে। এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিচ্ছে, আমাদের ১৭তম ব্যাচের সমস্যা সমাধান হচ্ছে না। তাই আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছি।”
তাদের প্রধান দাবি: ১. ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের আপিল বিভাগের রায় অনুযায়ী বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে অন্তত একবার আবেদন করার সুযোগ দেওয়া হোক। ২. ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত থাকুক। ৩. আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক।
অবশ্য প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীরা প্রেস ক্লাব মোড়ে অবস্থান করে যাচ্ছিলেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি ছিল থমথমে।
আপনার মতামত লিখুন