পুলিশের চার অতিরিক্ত ডিআইজি পদে রদবদল
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ

পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে থাকা চার কর্মকর্তাকে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরআরএফ-এর অতিরিক্ত ডিআইজি আলি আকবর খানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে, চট্টগ্রামের ৯ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ শামসুল হককে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে, ঢাকার এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে ঢাকা আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন