ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনা ও প্রশাসনের যৌথ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কলেজ মোড় এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।
সোমবার সকাল ১১টায় পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে সড়কের পাশে গড়ে ওঠা দোকান ও অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এসব স্থাপনার কারণে নিয়মিত যানজট তৈরি হচ্ছিল, যা নাসিরনগর সদর হাসপাতালের রোগী পরিবহন, নাসিরনগর সরকারি কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অভিযানে আরও নজরে আসে নাসিরনগর থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশাগুলোর দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ। যাত্রীরা জানান, নির্ধারিত ভাড়া ৫০ টাকা হলেও চালকরা প্রায়ই ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত আদায় করছেন। এক ভুক্তভোগী বলেন, “আগে ৫০ টাকা লাগতো, এখন ১০০ টাকা না দিলে কোনো সিএনজি যায় না। প্রতিবাদ করলে চালক বলে, ‘মন চাইলে যান, না চাইলে হেঁটে যান।’”
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও প্রশাসনের তদারকি ছিল না। তারা রুটভিত্তিক নির্ধারিত ভাড়ার তালিকা প্রণয়ন ও তা বাধ্যতামূলক করার পাশাপাশি নিয়মিত নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর দাবি জানান।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন জানান, “আজকের পর থেকে সরকারি জায়গা বা সড়কের ওপর কোনো অবৈধ স্থাপনা বসানো হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মিললে চালকদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
এই উদ্যোগের জন্য ইউএনও শাহীনা নাসরিন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের আশা, এ ধরনের অভিযান নিয়মিত হলে জনদুর্ভোগ কমবে এবং শৃঙ্খলা ফিরে আসবে।
আপনার মতামত লিখুন