পাবনার ভাঙ্গুড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের স্বীকৃতিতে ৪৬ শিক্ষার্থী পুরস্কৃত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:০২ পূর্বাহ্ণ
পাবনার ভাঙ্গুড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের স্বীকৃতিতে ৪৬ শিক্ষার্থী পুরস্কৃত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চড়পাড়া ঈদগাহ ময়দানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৪৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে।

সোমবার সকালে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল, স্কুলব্যাগ ও ছাতা তুলে দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের কলম ও খাতা প্রদান করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, স্থানীয় শিক্ষার্থীদের নামাজে আগ্রহী করে তুলতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ঘোষণার পর চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে ৪৬ জন টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ে সফল হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুল করিম। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. ওমর ফারুক, রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোছা. সাবিহা ইয়াসমিন, স্থানীয় মসজিদের ইমাম মো. বেল্লাল হোসেন এবং অন্যান্যরা।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের নৈতিক চরিত্র গঠনে এই ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তারা।