পাবনার ভাঙ্গুড়ার খানমরিচে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রী গ্রহণকারী পরিবারগুলো হলো মো. মালেহা, মো. রবিউল করিম, মো. নুরুল ইসলাম, মো. আ. সামাদ, মো. আ. সোবাহান, মোছা. সাবিনা ইয়াসমিন ও মোছা. লাইলী খাতুন। প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা, ২ বান্ডিল করে মোট ১৪ বান্ডিল ঢেউটিন, ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি এবং প্রয়োজনীয় মসলা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস হাসান, খানমরিচ ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন খান, এবং ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. নুরুল ইসলাম বলেন, “আমি ও আমার ভাইয়েরা এই অগ্নিকাণ্ডে সব হারিয়েছি। এই দুঃসময়ে সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে। ইউএনও ম্যাডাম আমাদের নগদ টাকা ও ঢেউটিন দিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্গঠনে সহায়তা হিসেবে গুরুত্ব বহন করছে।
আপনার মতামত লিখুন