চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে তল্লাশি চালানোর ভিডিও ভাইরাল: হান্নান রহিম গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে তল্লাশি চালানোর ভিডিও ভাইরাল: হান্নান রহিম গ্রেপ্তার

চট্টগ্রামে এক ব্যক্তি, যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গেস্টহাউসে ক্যামেরা নিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত ১১টার দিকে নগরের কোতোয়ালি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হান্নান রহিম তালুকদার। তিনি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাসিন্দা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, হান্নান রহিম তালুকদারকে কোতোয়ালি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গেস্টহাউস কর্তৃপক্ষের করা চাঁদাবাজির মামলায় তাকে আগামীদিন আদালতে হাজির করা হবে।

এর আগে শনিবার দুপুরে হান্নান রহিম তালুকদারের ফেসবুক আইডিতে গেস্টহাউসের কক্ষে কক্ষে তল্লাশির একটি ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও আপলোড হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, তিনি সাংবাদিক পরিচয় দিয়ে নগরের বহদ্দারহাট এলাকার একটি গেস্টহাউসের প্রধান ফটকের দরজা খুলে অভ্যর্থনা কক্ষে গেস্টহাউসের অতিথিদের নাম-পরিচয় জানতে চাইছেন। এরপর ক্যামেরা নিয়ে বিভিন্ন কক্ষে গিয়ে সেখানে থাকা অতিথিদের বের করে এনে তাদের পরিচয় জানতে চান।

হান্নান রহিম নিজেকে ফেসবুকে দৈনিক চট্টগ্রাম সংবাদ-এর সম্পাদক এবং সিএসটিভি২৪-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন। তবে এই দুই প্রতিষ্ঠানের নিবন্ধন থাকা নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া তিনি ফেসবুকে নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বলেও দাবি করেছেন, কিন্তু অনুসন্ধানে জানা গেছে তিনি প্রেসক্লাবের কোনো সদস্য নন। পাশাপাশি, ফেসবুকে তিনি নগর ও জেলার বিএনপির নেতাদের সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও আপলোড করেছেন এবং নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী বলেও উল্লেখ করেছেন।

এই ঘটনায় গেস্টহাউস কর্তৃপক্ষের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।