ট্রাম্পের যুদ্ধ ও সংঘাত নিয়ে মন্তব্য ও ইসরায়েল-ইরান সম্পর্ক

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ
ট্রাম্পের যুদ্ধ ও সংঘাত নিয়ে মন্তব্য ও ইসরায়েল-ইরান সম্পর্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কখনো কখনো দেশগুলোকে যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র সংঘাতের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, একদিন এই দুই দেশ একটি সমঝোতায় পৌঁছাবে। তবে তার মতে, কখনো কখনো যুদ্ধের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব হয়। ট্রাম্প কানাডার উদ্দেশে যাত্রা করার আগে জি-৭ সম্মেলনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই ইসরায়েলের পাশে থাকবে, যদিও ইরানের ওপর হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে লেখেন, “ইরান ও ইসরায়েলকে অবশ্যই একটি সমঝোতায় আসতে হবে এবং তারা আসবেই।”

অন্যদিকে, মার্কিন গণমাধ্যম সিবিএসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার একটি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের অনুমোদন চেয়েছিলেন। তবে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে সেই পরিকল্পনায় সম্মতি দেননি। এই খবর তিনটি সূত্র থেকে সিবিএসকে পাওয়া গেছে। গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার পর নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে ফোনালাপও হয়েছিল বলে জানানো হয়। ট্রাম্প সেই হত্যাকাণ্ড পরিকল্পনাকে অনুচিত মনে করেছিলেন, যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই প্রতিবেদনটি সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি। তিনি বলেন, “অনেক ভুল প্রতিবেদন আসে, যেগুলো আদৌ ঘটেনি। আমি বিস্তারিত কিছু বলব না, তবে আমরা যা করার দরকার মনে করি, তা করব। এবং যুক্তরাষ্ট্রও তাদের স্বার্থ ভালো বোঝে।”

এই ঘটনা ইসরায়েল-ইরান সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির জটিলতা আরও প্রমাণ করছে।