ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ

ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার মিজান জানিয়েছে, ইসরায়েলের জায়োনিস্ট শাসনব্যবস্থার পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
জায়োনিজম হলো একটি রাজনৈতিক আন্দোলন যা ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। যারা জায়নবাদ নামক এই রাজনৈতিক মতবাদে বিশ্বাসী তাদেরকে জায়োনিস্ট বলা হয়। ইরানের রাজনৈতিক ভাষায়, জায়োনিস্ট শাসনব্যবস্থা বলতে ইসরায়েলকে বোঝানো হয়।
মিজান জানিয়েছে, খোদানাজারের ছেলে ইসমাইল ফিকরি ১৪০২ হিজরী বর্ষ (অর্থাৎ ইংরেজি ২০২৩ সালের ডিসেম্বরে) গ্রেপ্তার হন। তিনি তখনও জায়োনিস্ট শাসনব্যবস্থার গুপ্তচর-সন্ত্রাসী সংস্থার সঙ্গে সক্রিয় যোগাযোগে ছিলেন। তাকে একটি জটিল কারিগরি ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন