ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পারমাণবিক ইস্যু ও সংঘাত নিয়ে বক্তব্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পারমাণবিক ইস্যু ও সংঘাত নিয়ে বক্তব্য

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত এবং পারমাণবিক ইস্যুতে সদ্য নির্বাচিত ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বক্তব্য প্রদান করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ইরানের পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, “শত্রুরা আমাদের দমন করতে পারবে না। প্রতিটি বীরের পতনের পর শত শত নতুন বীর উঠে আসবে, যারা নির্যাতন ও অবিচারের জবাব দেবে।”

পেজেশকিয়ান আরও জানান, “আমরা আগ্রাসন করি না এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না।” তিনি জোর দিয়ে বলেন, “ইরানের অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার, যা শুধুমাত্র জ্বালানি উৎপাদনের জন্য ব্যবহার করা হবে।”

ইরানি প্রেসিডেন্টের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, তারা পারমাণবিক অস্ত্র অনুসন্ধান করছে না এবং পশ্চিমারা যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে দাবী করে, তাতে তারা সম্মতি জানিয়েছে। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, “আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ নেই।”

এই নতুন প্রেসিডেন্টের বক্তব্য কূটনৈতিক পথে এগিয়ে যাওয়ার সংকেত দেয়, তবে তা ইরানের জাতীয় স্বার্থ ও সম্মান বজায় রেখে করতে চান তিনি।