হাতিয়ার উন্নয়ন ছাড়া অবহেলিত দ্বীপবাসী: এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
হাতিয়ার উন্নয়ন ছাড়া অবহেলিত দ্বীপবাসী: এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের দাবি

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, উপকূলীয় দ্বীপ হাতিয়ার ইতিহাস বহু পুরনো হলেও স্বাধীনতার এত বছর পরও এই দ্বীপের মানুষের জন্য কোনো উন্নয়ন লক্ষ্যণীয় হয়নি। গত ১৭ বছরে হাতিয়ার দ্বীপবাসীর চোখে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি এবং তারা এখনো অবহেলিত। তিনি বলেন, “আমি সবাইকে নিয়ে হাতিয়ার উন্নয়নে কাজ করতে চাই, কিন্তু হাতিয়ার উন্নয়নের কথা বললেই এক শ্রেণির মানুষের মধ্যে বিরক্তি দেখা দেয়।”

শনিবার ভূমিহীন পরিবারের আয়োজনে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের হলরুমে ‘ভূমিহীন পরিবারের জীবনে নতুন ভোর: একটি স্বপ্নের যাত্রা, সম্মান ও স্বীকৃতির উৎসব’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ আরও বলেন, “হাতিয়ায় ফেরি সার্ভিস চালুর পরিকল্পনা করলে স্পিডবোট ও ট্রলার মালিকদের স্বার্থে সমস্যা সৃষ্টি হয়, কারণ এতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। ভূমিহীনদের জমি দেওয়া ও গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো হলে ভূমিদস্যুরা বিরক্ত হয়। হাতিয়ার সড়ক, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে যারা অপরাজনীতি করে, তাদের কৌশল ব্যাহত হয়। তাই সব দিক বিবেচনা করে আমরা এখানে এসেছি এবং আমার মনে হয়, হাতিয়ার মাটি ও মানুষের স্বার্থে সম্মিলিত লড়াই প্রয়োজন।”

তিনি দাবি করেন, ভূমিহীনরা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহার হচ্ছে। “তাদের জীবন সংগ্রামের কাহিনী মিডিয়া, সুশীল সমাজ বা সাংবাদিকদের কাছে পৌঁছায় না এবং তাদের দেখভাল করার কেউ নেই।”

হাতিয়ার নদী ভাঙন রোধের কাজের প্রসঙ্গ টেনে হান্নান মাসউদ বলেন, “গত ৫০ বছরে কেউ একটিও জিও ব্যাগ ফেলতে পারেনি, কিন্তু গত ১০ মাসে প্রশাসনের সহযোগিতায় আমি সাড়ে পাঁচ কিলোমিটার এলাকা জিও ব্যাগে রক্ষা করেছি। যদি আপনারা পাশে থাকেন, তবে স্থায়ী ব্লক দিয়ে বাঁধ নির্মাণ সম্ভব হবে। ৫ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নদীভাঙনের বিষয়টি তুলে ধরেছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক মফিজ উদ্দিন, সঞ্চালনায় ছিলেন ভূমিহীন পরিবারের সদস্য শরিফ উদ্দিন।

উপস্থিত ছিলেন—হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সংগঠক ইউসুফ, নিউ মার্কেট সাধারণ সম্পাদক আবদুল কাদেরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে আবদুল হান্নান মাসউদকে ‘ভূমিহীনদের বন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।